মাহমুদুল হাসানঃ
গাজীপুরে শ্রীপুর পৌর শ্রমিকলীগের উদ্যোগে গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজের সংসদ সদস্য হিসেবে দুই বৎসর পুর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শ্রীপুর আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এসকিউ গেইটের সামনে শ্রীপুর পৌর শ্রমিকলীগের সভাপতি প্রার্থী রফিকলি ইসলাম রফিকের সভাপতিত্বে শ্রমিকলীগ নেতা ফারুক আহমেদের সঞ্চালনায় আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আমির হামজা, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা কাওছার আহমেদ, পৌর যুবলীগ নেতা কাজল আকন্দ ও সোহাগ, পৌর ছাত্রলীগ নেতা সাগর শেখ, ডাঃ বেলাল, নিজাম, শফিক প্রমুখ। আনন্দ মিছিলে শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দেয়।