মাহমুদুল হাসান:
গাজীপুরের মাওনা হাইওয়ে থানা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সোমবার দুপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন মাওনা হাইওয়ে থানা কর্তৃক সড়ক পরিবহণ আইন–২০১৮ ই–ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের শুভসূচনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী, মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন, সার্জেন্ট শিবলু, এস আই হাদিউল সহ মাওনা হাইওয়ে থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
এএসপি আব্দুল কাদের জিলানী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে স্পিড গান ব্যবহার করে মাত্রাতিরিক্ত ৮১ কিঃ মিঃ গতির গাড়ি সনাক্ত করে অত্যাধুনিক POS মেশিনের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
তিনি আরো জানান, জরিমানার টাকা UCB ব্যাংকের ই– ক্যাশ কাউন্টারে জমা দিত পারবেন।