মাহমুদুল হাসানঃ
গাজীপুরের কাপাসিয়া থানার নবাগত ওসি মো.আলম চাঁদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া থানার নবাগত ওসি মোঃ আলম চাঁদের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসাইনের সঞ্চালনায়, বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহিদুল্লাহ, সহ-সভাপতি সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের আহ্বায়ক নুরুল আমীন সিকদার, ইত্তেফাকের আসাদুজ্জামান সাদ , সমকালের আব্দুল কাইয়ুম, বাংলাদেশ প্রতিদিনের শেখ সফিউদ্দিন জিন্নাহ, এশিয়ান টেলিভিশনের মাহমুদুল হাসান প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. আলম চাঁদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন-আমাদের সময়ের জাকির হোসেন কামাল , মানবজমিনের মজিবুর রহমান মিলন, সংবাদ প্রতিদিনের সবিকুল ইসলাম সবুজ , আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, মাই টিভির মজিবুর রহমান, ভোরের পাতার আসাদুল্লাহ মাসুম , আজকালের খবরের সাইদুল ইসলাম রনি, খোলা কাগজের শরিফ সিকদার, সময়ের আলোর শামীম শিকদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।