মাহমুদুল হাসান:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিহ মহাসড়কের নয়নপুর এলাকায় কাভার্ডভ্যান কভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল ভবরোহীর মৃত্যু হয়েছে । শুক্রবার সকাল পোনে আটটার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া (৪৫), ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের মৃত ময়জুদ্দীনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন জানান, শ্রীপুরের সিংগারদিঘী এলাকা থেকে মোটরসাইকেল যোগে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার জামিরদিয়া গ্রামের বাড়ি ফেরার পথে শুক্রবার সকাল পৌনে আটটার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকার আর এ কে সিরামিক্স কারখানার সামনে পৌঁছালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী কভার্ডভ্যান পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ কভার্ডভানের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিরাজ মিয়া নিহত হন। কভারভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
নিহতের ছোট ভাই মোহাম্মদ বেলাল হোসেন জানান, আমার বড়ভাই সিরাজ মিয়া ফজরের নামাজ পড়ে শ্রীপুরের সিংগারদিঘী এলাকায় খর ক্রয় করে বাড়ি ফেরার পথে ওই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়।
