মাহমুদুল হাসান, গাজীপুর:
গাজীপুরের মাওনা চৌরাস্তা কাঁচা বাজার আড়ৎ থেকে অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভিতরে লুকানো ১৯ কেজি গাঁজা একটি পিকআপসহ দুই জনকে আটক করেছে র্যাব-১
২৮ মে ২০২০ইং বিকাল সাড়ে ছয়টার দিকে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের মাওনা চৌরাস্তা কাঁচা বাজার আড়ৎ থেকে একটি পিকআপ ভর্তি আঠারোটি মিষ্টি কুমড়ার ভিতরে লুকানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিসশামা গ্রামের মৃত একিন আলীর ছেলে তকদির মিয়া এবং একই এলাকার জামান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের মাওনা চৌরাস্তা কাঁচা বাজার আড়ৎ এ অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা একটি পিকআপসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদক আমদানি করিয়া গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল।
উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।