মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা গ্রামে তেলিহাটি ইউনিয়ন যুব উন্নয়ন সমবায় সমিতি’র নিজ কার্যালয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
০৮ ফেব্রুয়ারি (সোমবার) রাতে সমিতির নিজ কার্যালয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানে তেলিহাটি ইউনিয়ন যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ’র সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মাজেদুল হক স্বপন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন ২নং ওয়ার্ড সদস্য হাসান হাফিজুর রহমান দিপক , দেওয়ানের চালা গ্রাম কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম। সমিতির সহ-সভাপতি মোঃসোহাগ মিয়া, কোষাধক্ষ্য আসমাউল হাবীব, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ বিল্লাল সরকার, কার্যনির্বাহী সদস্য মোকছেদুল হক, সেলিম সাকের , মোঃ সোহেল মিয়া, মোঃ মামুনুর রশীদ, মোঃ মাসুম বিল্লাহ্ সহ প্রমুখ।
সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন, ইতিমধ্যে করোনা কালীন সময়ে গরীব ও অসহায়দের মাঝে আমাদের সংগঠন মাক্স, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ সমাজে গণ সচেতনতা মূলক কাজ করেছি। আমাদের এ সংগঠন সমাজের উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার নিয়ে তরুণ যুবকদের নিয়ে গঠন করা হয়েছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য এবং সমিতির সদস্যবৃন্দ।