মাহমুদুল হাসান : গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিল্প এলাকা হিসেবে পরিচিত ৪৬.৯৭ বর্গ কিলোমিটার আয়তনের শ্রীপুর পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট জনসংখ্যা ২ লাখ ৬ হাজার। এর মধ্যে ভোটার সংখ্যা ৬৭ হাজার ৯শত ২৭ জন। পুরুষ ভোটার ৩৩ হাজার ৮ শত ৩৪ জন ও মহিলা ভোটার ৩৪ হাজার ৯৩ জন।
এবারের নির্বাচনে মেয়র পদে ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত জমা দিয়েছেন ৩ জন। এছাড়াও বিভিন্ন সময়ে ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ৪৯ জন, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন।
৯ টি ওয়ার্ডে কাউন্সিলর ৪৯ জনের মধ্যে এক নং ওয়ার্ডে- ৫ জন, দুই নং ওয়ার্ডে- ৫ জন, তিন নং ওয়ার্ডে- ৩ জন, চার নং ওয়ার্ডে- ৫ জন, পাঁচ নং ওয়ার্ডে- ৭ জন, ছয় নং ওয়ার্ডের- ৭ জন, সাত নং ওয়ার্ডে- ৫ জন, আট নং ওয়ার্ডে- ৬ জন, নয় নং ওয়ার্ডে- ৬ জন।
এবং সংরক্ষিত তিনটি মহিলা আসনের এগারো জনের মধ্যে এক নং এ (১,২,৩নং ওয়ার্ড) ৪জন, দুই নংএ (৪,৫, ৬ ওয়ার্ড)- ৫ জন, ও তিন নং এ (৭,৮,৯ নং ওয়ার্ড) – ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মহামারী করোনায় সরকারিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ থাকলেও অধিকাংশ প্রার্থী ও তাদের সাথে থাকা সমর্থকদের স্বাস্থ্যবিধির নিয়মনীতি তোয়াক্কা না করে যথাযথ স্বাস্থবিধি না মেনে মাস্ক ছাড়া মনোনয়ন পত্র জমা ও জনসংযোগ করতে দেখা গেছে।
মঙ্গলবার দুপুর সারে ১২টায় প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ শহিদ অসুস্থ থাকায় তার পক্ষে পৌর বিএনপির সভাপতি এড. কাজী খানের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্ঠা ও সদস্যগন তার মনোনয়ন পত্র জমা দেন।
এরপর দুপুর ১ টায় শ্রীপুর পৌরসভার ৩ বারের নির্বাচিত মেয়র, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আনিছুর রহমান দলীয় নেতা-কর্মী, সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
সবশেষ বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার প্রার্থী ইসলামি যুব আন্দোলন গাজীপুর জেলার সমাজ কল্যাণ সম্পাদক ও শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ (রফিক) মমতাজী দলীয় নেতা-কর্মী ও সমর্থকদেরকে নিয়ে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আকন্দ’ র কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় প্রার্থীরা সকলের কাছে দোয়া ও নিজ নিজ মার্কায় ভোট প্রার্থনা করেছেন।